Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধারাবাহিক নাটকের গল্পের ধারাবাহিকতা থাকে না-সাবিলা নূর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মধ্য দিয়ে কাজে ফিরেছেন অভিনেত্রী সাবিলা নূর। আদনান আল রাজীবের পরিচালনায় টেলিকম কোম্পানি বাংলালিংকের একটি বিজ্ঞাপনে তিনি মডেল হয়েছেন। সাবিলা জানান, ঈদের পর বিরতি নেইনি। কাজ শুরু করে দিয়েছি। অনেকদিন পর আদনান আল রাজীবের পরিচালনায় কাজ করলাম। কাজের অভিজ্ঞতা খুবই দারুণ ছিল। বিজ্ঞাপনটির কনসেপ্ট অন্যরকম। আশা করি, দর্শক কাজটি পছন্দ করবে। এদিকে, বিজ্ঞাপনের পর সাবিলা নূর ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন-৩ এর শুটিং করেছেন। তিনি জানান, এক সপ্তাহ শুটিং করেছি। এবারের পর্বগুলোও খুব ভালো হয়েছে। তবে সিজন-৩ এর শুটিং হলেও করোনার কারণে সিজন ২ প্রচার করা সম্ভব হয়নি। তাই আগে সিজন-২ প্রচার শুরু হয়েছে। তারপর ধারাবাহিকভাবে সিজন-৩ এর পর্বগুলোগুলো প্রচার হবে। এ ধারাবাহিক ছাড়া অন্য কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করবেন না বলে জানান সাবিলা। তিনি বলেন, অনেক সময় দেখা যায়, ধারাবাহিকের শুরুর দিকে যেই চরিত্রটা দেয়া হয় সেটার গুরুত্ব শেষ পর্যন্ত থাকে না। গল্পের ধারাবাহিকতাও থাকে না। আর ধারাবাহিকে অনেক সময় দিতে হয়। সে অনুযায়ী দর্শকদের কাছ থেকে সাড়া পাওয়া যায় না। এসব কারণেই ধারাবাহিকে আপাতত কাজ করছি না। তিনি বলেন, বরাবরই বেছে বেছে কাজ করি। স্ক্রিপ্ট পড়ে ভালো না লাগলে কাজ করি না। সামনে ভালো ভালো স্ক্রিপ্ট ও নির্মাতার কাজ করবো। দর্শকদের কোনোভাবেই হতাশ করতে চাই না। এদিকে গত বছর বিয়ে করেন সাবিলা। সংসারজীবন নিয়ে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। সবার দোয়ায় সংসার জীবন ভালোই কাটছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ