Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছোট পর্দায় ফিরছেন জুহি পারমার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

অনেক বছর আগে জুহি পারমার ‘কুমকুম’ ধারাবাহিকে কেন্দ্রীয় ভূমিকায় অনভিয় করেছেন তবে বলার অপেক্ষা রাখে না এর জন্যই তার পরিচিতি আর খ্যাতি। সৌভাগ্যক্রমে তিনি তার ইমেজ ভাঙ্গতে পেরেছিলেন ‘শনি’ পুরাণভিত্তিক ধারাবাহিক দিয়ে। বেশ কয়েক মাস ধারাবাহিক থেকে দূরে থাকার পর তিনি একেবারে নতুন রূপে ফিরছেন ‘হামারিওয়ালি গুড নিউজ’ সিরিয়ালের মাধ্যমে। নতুন সিরিয়ালটিতে অংশ নেয়া সম্পর্কে জুহি একটি দৈনিককে বলেছেন, “আমার কাছে স্ক্রিপ্ট ভাল লেগেছে, তবে আমার মনের কোনায় সেটে ফেরার ব্যাপারে আতঙ্ক কাজ করছিল, বরং বাড়িতে থাকাকেই প্রাধান্য দিচ্ছিলাম। আমার মনে হয় বিশ্বব্যাপী সবাই অনুধাবন করেছে, ভাইরাস এখনই দূর হচ্ছে না, আমাদের সতর্কতার সঙ্গে কাজে ফিরতে হবে। সামায়রা বাড়িতে তার মাকে মিস করবে তবে সে তার মাকে আবার ছোট পর্দায় দেখতে পাবে বলে রোমাঞ্চিত। বাস্তবে সে তার দাদা-দাদিদের নিয়ে বাড়িতে প্রিমিয়ার উপলক্ষে ছোট পার্টিরও আয়োজন করেছে।” টেলিভিশনে তার ক্যারিয়ার সম্পর্কে জুহি বলেন, “আমার ক্যারিয়ারে সবচেয়ে বড় উপহার হল- ‘কুমকুম-এক পেয়ারা সা বন্ধন’, আশা করি আমার নতুন ভূমিকা রেণুকাও আমাকে এক ধাপ নিয়ে যাবে। ‘কুমকুম’ শেষ হবার পর অনেক স্ক্রিপ্ট এসেছে আমার হাতে, কিন্তু এটা পড়ার পর আমার মুখে আবার হাসি ফুটেছে। রেণুকা দৃঢ়চেতা, আমুদে আর ধার্মিক এক গৃহবধূ তার মেয়েই তার কাছে সবকিছু।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জুহি-পারমার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ