Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলিবিদ্ধ ২ বাংলাদেশির লাশ উদ্ধার গ্রিসে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৪ এএম

এবার ইউরোপের দেশ গ্রিসের একটি কন্টেইনার থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই বাংলাদেশির লাশ উদ্ধার করেছে সে দেশের পুলিশ। গ্রিসের আসপোপিরগো অঞ্চলে পরিত্যক্ত দুটি কনটেইনারে দুর্বৃত্তরা লাশ দুটি রেখে যায়।

বাংলাদেশ দূতাবাস গ্রিসের পুলিশের সঙ্গে যোগাযোগ করে দুজনের পরিচয় নিশ্চিত করেছে। মৃতরা হলেন- আব্দুল মমিন ও মো. শাহীন। দু’জনেরই বাড়ি হবিগঞ্জ।

মমিন নবীগঞ্জ উপজেলার কামড়াখাই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং শাহীন মিয়া একই গ্রামের নূর হোসেনের ছেলে।

গ্রিসে বসবাসরত প্রবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আসপোগিরগো এলাকায় পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন আব্দুল মমিন। সম্প্রতি মমিনের সঙ্গে কাজে যোগ দেন শাহীনও।

সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা একজনের মাথায় এবং অন্যজনের গলায় গুলি করে হত্যা করে।

আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে পাঠানো হবে। প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস অথবা বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের নম্বর: +৩০৬৯৪৬৪০৭১০৩



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রিস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ