Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেল কর্মীদের ধর্মঘট লন্ডনে কম্যুটার ট্রেন চলাচল ব্যাহত

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলের রেল কর্মীরা গত সোমবার থেকে পাঁচদিনের ধর্মঘট শুরু করেছেন। লন্ডরের কম্যুটার ট্রেনের কর্মীরাও এ ধর্মঘটে যোগ দিয়েছেন। এতে কম্যুটার ট্রেন চলাচল ব্যাহত হয়। ১৯৬৮ সালের পর দেশে রেল কর্মীদের এটি সবচেয়ে বড় রেল ধর্মঘট। সাউদার্ন ট্রেনের কনডাক্টরদের ভূমিকা হ্রাস করার পরিকল্পনার প্রতিবাদ জানাতে আরএমটি ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়। সাউদার্ন জানায়, তারা ৬০ শতাংশ সার্ভিস চালু রাখবে। এটি গোভিয়া টেমসলিংক রেলওয়ের মালিকানাধীন। আরএমটির সাধারণ সম্পাদক মাইক ক্যাশ বলেন, ভোর থেকেই জোরদারভাবে ধর্মঘট পালন করা হচ্ছে। বিবিসি জানায়, পাঁচদিনের এই ধর্মঘট পালন সম্পূর্ণ করা হলে রেল খাতে ১৯৬৮ সালের পর থেকে এটি হবে সবচেয়ে দীর্ঘ মেয়াদি ধর্মঘটের ঘটনা। বর্তমানে সাউদার্ন ট্রেন পরিচালনায় দু’জন স্টাফের প্রয়োজন হয়। এদের একজন ড্রাইভার ও একজন কনডাক্টর। আর কনডাক্টরের কাজ হচ্ছে প্রতিটি স্টেশনে ট্রেনের দরজাগুলো সঠিকভাবে বন্ধ হয়েছে কিনা তা দেখা। এখন ট্রেনে ড্রাইভার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় গেটলক ব্যবস্থা চালু হওয়ায় সাউদার্ন জানায়, ট্রেনের কনডাক্টরের পদ রাখার আর কোন প্রয়োজন নেই। তবে তাদের একসঙ্গে ছাঁটাই করার বিষয় তারা নাকচ করে দিয়েছে। আরএমটি জানায়, এ ব্যবস্থায় যাত্রীদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেল কর্মীদের ধর্মঘট লন্ডনে কম্যুটার ট্রেন চলাচল ব্যাহত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ