Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মসজিদ ভাঙ্গার আদেশ ইসরাইলি আদালতের

জেরুজালেমে ধ্বংসের অভিযান তীব্র করেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

বিভিন্ন আরব রাষ্ট্র যখন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে তখন সেদেশের আদালত পবিত্র নগরী জেরুজালেমে একটি মসজিদ ভাঙার আদেশ দিয়েছে। এমনিতে ফিলিস্তিনিদের ভ‚মি দখল করে তারা বসতি স্থাপন করেছে। দিনের পর দিন তাদের নির্যাতনে প্রায় বাস্তুহারা হয়ে পড়েছে ফিলিস্তিনি নাগরিকরা। জানা যায়, পবিত্র নগরী জেরুজালেমের সিলওয়ান শহরের কাক্কা বিন আমর মসজিদটি ভাঙ্গার আদেশ দিয়েছে ইহুদিবাদী ইসরাইলি আদালত। সোমবার আদালত এই আদেশ দিয়েছেন বলে তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে। মসজিদ কর্তৃপক্ষ এই আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য ২১ দিন সময় পাবেন। ২০১২ সালে নির্মিত দুই তলা এই মসজিদটিতে শত শত মুসল্লি নামাজ আদায় করেন। ২০১৫ সালেও মসজিদটি ভেঙে ফেলার জন্য আদেশ জারি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত আর ভাঙ্গা হয়নি। সিলওয়ান ভ‚মি রক্ষার কমিটির সদস্য খালেদ আবু তাইহ জানান, দখলদার ইসরাইল বেশ কয়েক বছর ধরে মসজিদটিকে টার্গেট করে আসছে। এর আগে মসজিদটিকে জরিমানা করা হয়েছে এবং মসজিদের কাজ আটকানোর চেষ্টা করা হয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ সা¤প্রতিক সপ্তাহগুলোতে জেরুজালেমে তাদের ধ্বংসের অভিযান তীব্র করেছে। আনাদোলু এজেন্সি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদ

১৫ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ