Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

হামলা চলছেই

ইরাকে আরও দুটি মার্কিন সামরিক বহরে বোমা হামলার ঘটনা ঘটেছে। রাস্তার পাশে পেতে রাখা বোমার মাধ্যমে এসব বহরে হামলা চালানো হয়। ইরাক সরকারের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। ইরাকে যখন মার্কিন সামরিক দখলদারিত্বের বিরুদ্ধে মনোভাব তুঙ্গে তখন ধারাবাহিকভাবে প্রায় প্রতি সপ্তাহে এ ধরনের হামলার ঘটনা ঘটছে।
সর্বশেষ যে দুটি হামলা হয়েছে, তার প্রথমটি ইরাকের দক্ষিণাঞ্চলীয় কাদিসিয়া প্রদেশে ঘটেছে। দ্বিতীয় হামলা হয়েছে ইরাকের মধ্যাঞ্চলীয় বাবিল প্রদেশে। রয়টার্স।


সামুদ্রিক ঝড় স্যালি
একদিকে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় উপক‚লীয় রাজ্যগুলো। অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় উপক‚লের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন ‘স্যালি’। একই ভ‚-খÐের দুই প্রান্তে প্রকৃতির এ বিপরীত চিত্র আবহাওয়া পরিবর্তনের প্রভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডা, মিসিসিপ্পি এবং আলবামা উপক‚লের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন ‘স্যালি’। সামুদ্রিক ঝড়টি এরইমধ্যে ক্যাটাগরি-২ শক্তি সঞ্চয় করেছে। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়টি স্থানীয় সময় বুধবার প্রথম প্রহরে উপক‚লে আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। এর প্রভাবে অন্তত ৩০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। সিএনএন।


২ ভাইয়ের মৃত্যুদÐ
ভিয়েতনামে চলতি বছরের জানুয়ারিতে ভ‚মি বিরোধকে কেন্দ্র করে তিন পুলিশ হত্যার ঘটনায় তাদের ভ‚মিকার জন্য দুই ভাইকে মৃত্যুদÐ দিয়েছে রাজধানী হ্যানয়ের একটি আদালত। বিচারে আরও ২৭ ব্যক্তিকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের কারাদÐ থেকে শুরু করে ১৫ মাসের প্রবেশন দেওয়া হয়েছে; প্রবেশনের সময় তারা কারাগারের বাইরে থাকলেও পর্যবেক্ষণে রাখা হবে, প্রবেশনের শর্ত ভাঙলে তাদের কারাগারে পাঠানো হবে। রায়ে বলা হয়েছে, লে ডিন কং ও তার ছোট ভাই লে ডিন চাক পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে মূলপরিকল্পনাকারীর ভ‚মিকা পালন করেছিলেন। তাদের বাবা, ৮৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত স্থানীয় কর্মকর্তা লে ডিন কিন পুলিশের গুলিতে মারা যান। বিবিসি।


হাজার গুণ বেশি
ইরানকে ফের হুঁশিয়ারি বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রাম্প প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, ইরানের যেকোন হামলা মোকাবেলায় এক হাজার গুণ বেশি মাত্রার জবাব দেয়া হবে। তেহরান গত জানুয়ারিতে নিহত দেশটির শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানির প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করেছে এমন খবর প্রকাশের পর তিনি তার এ প্রতিজ্ঞা ব্যক্ত করলেন।
দক্ষিণ আফ্রিকায় মার্কিন রাষ্ট্রদ‚তকে হত্যা করার ব্যাপারে ইরানের কথিত ষড়যন্ত্রের খবর প্রকাশের পর ট্রাম্প টুইটার বার্তায় বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যেকোন ধরনের হামলা মোকাবেলা করতে দেশটির ওপর এক হাজার গুণ বেশি মাত্রার হামলা চালানো হবে।’ রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ