Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনএসসি অডিটোরিয়াম শেখ কামালের নামে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৭:২৯ পিএম

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) টাওয়ারের অডিটোরিয়ামের নতুন নামকরণ হয়েছে ‘শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটরিয়াম’। মঙ্গলবার দুপুরে এনএসসি’র সভাকক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,‘শহীদ শেখ কামাল ছিলেন বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের পুরোধা। শুধু তাই নয়, তিনি ছিলেন ১৯৭১ এর রণাঙ্গনের লড়াকু সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, চির তারুণ্যের প্রতীক। তিনি বেড়ে উঠেছিলেন দেশ প্রেমকে বুকে ধারণ করে। বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন শহীদ শেখ কামাল। ছাত্র হিসেবে ছিলেন খুবই মেধাবী।’

রাসেল আরো বলেন, ‘শেখ কামাল খেলাধুলাকে দারুণ ভালবাসতেন। দেশের ক্রীড়া জগতের উন্নয়নে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি প্রতিষ্ঠা করেন আবাহনী ক্রীড়া চক্র। ফুটবলের উন্নতির জন্য ১৯৭৩ সালে আবাহনীতে বিদেশি কোচ নিয়োগ দিয়েছিলেন। শুধু ফুটবল নয়, বাস্কেটবল এবং হকি খেলায় তিনি পারদর্শী ছিলেন। ক্রীড়ার সব শাখাতেই ছিল তার মুন্সিয়ানা ও অসামান্য সংগঠকের ভূমিকা। আর তাই আমরা এ দেশের ক্রীড়া, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধে শহীদ শেখ কামালের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে এনএসসি অডিটরিয়ামের নাম ‘শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটরিয়াম’ করার সিদ্ধান্ত নিয়েছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ