মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাংলাদেশ সীমান্তে আরও কয়েক হাজার সেনা মোতায়েন করেছে মিয়ানমার।এই সেনাদের একটি অংশ সীমান্তে, আরেকটি অংশ কিছুটা দূরে হরাইজন্টাল পজিশনে অবস্থান নিয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। -সাউথ চায়না মর্নিং পোস্ট, বেনার নিউজ, রেডিও ফ্রি এশিয়া
স্থানীয় সূত্রের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট বলেছে, সীমান্ত সংলগ্ন বেশ কিছু গ্রাম খালি করে ফেলেছে তাতমাদাও (সেনাবাহিনী)। এটিকে তারা রোহিঙ্গা এবং রাখাইনদের উপরে আরেকটা অভিযানের প্রস্তুতি বলে মনে করছেন তাদের বিশেষজ্ঞরা। তবে এটি বাংলাদেশের প্রতি উস্কানিও হতে পারে বলে মনে করছেন তারা।সীমান্তে সেনা মোতায়েন ও ভারী অস্ত্র সন্নিবেশনের জন্য ইতোমধ্যে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সেনা অবস্থানের কারণে নো ম্যানস ল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গাদের মধ্যেও প্রবল আতঙ্ক বিরাজ করছে।
মংডু থেকে সীমান্তের দিকে তাদমাদাও নিজেদের গোলন্দাজ আর সাঁজোয়া বাহিনীকে ফরোয়ার্ড মার্চ করাচ্ছে বলে দাবি করেছে আরেকটি সূত্র। এর উদ্দেশ্য এখনও পরিস্কার করেনি নেপিদোর সেনা সদর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।