Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাশকতা মামলায় সাবেক এমপি গিয়াস ও তার দুই ছেলের জামিন

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৬:০৩ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এক নাশকতার মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুহাম্মদ গিয়াস উদ্দিন ও তার দুই ছেলে জি এম সাদরিল ও মো. রিফাত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে, ২০১৮ সালের সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশের দায়েরকৃত মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে জেলা ও দায়রা জজ আদালত তাদের জামিন মঞ্জুর করেন। (যার মামলা নং ১০(১১)১৮, বিশেষ ট্রাইব্যুনাল নং ৩৮/২০ ও ৩৯/২০।) গিয়াসউদ্দিনের ছেলে জিএম সাদরিল ও রিফাত একই মামলায় এ দিন জামিন পান।
নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক দ্রব্য আইনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৮ দায়ের করা হয় একটি মামরায়। সে মামলায় গিয়াস উদ্দিন, তার দুই ছেলে, বিএনপি ও এর অঙ্গসংগঠনের সাড়ে ৩ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। তখনকার একটি মামলায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করে জামিন নেন তিনি।
জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবী এডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে ২০১৮ সালে সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে সাজানো নাশকতা, বিস্ফোরণ ও ভাংচুর মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক এমপি গিয়াস উদ্দিন ও তার দুই ছেলে জামিন নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামিন

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ