Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০ অক্টোবর মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৩:৩৪ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তফসিল ঘোষণার খবর নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মোঃ তোফায়েল হোসেন।

মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিনের মৃত্যুতে চেয়ারম্যান পদ শূন্য হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩সেপ্টেম্বর বাছাই ২৬সেপ্টেম্বর ও প্রত্যাহার ৩ অক্টোবর। প্রতীক বরাদ্দ ৪অক্টোবর।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে ১৪সেপ্টেম্বর নির্বাচন কমিশনের উপ সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত হয় এক প্রজ্ঞাপনে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ