Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে পুলিশের উপর হামলার ঘটনায় আটক ২

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা

কুমিল্লার চৌদ্দগ্রামে থ্রি-হুইলার বিরোধী অভিযানকালে হাইওয়ে পুলিশের উপর হামলায় সাত পুলিশ সদস্য আহত হওয়ার মামলার দুই আসামীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটককৃতরা হলেন- উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের মৃত এরশাদ উল্যাহর পুত্র আবদুল কুদ্দুস (৩৭) ও একই গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র বাবলু রহমান প্রকাশ বাবুল মিয়া (৩৫)। চৌদ্দগ্রাম থানার এসআই বছির আহমেদ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ভূমি অফিস এলাকায় গত ১৪ জুন বেলা সোয়া ১১টায় হাইওয়ে পুলিশের থ্রি-হুইলারবিরোধী বিশেষ অভিযান চলছিল। এ সময় একটি অনটেস্ট সিএনজি বেবিট্যাক্সি পুলিশকে দেখে দ্রুতগতিতে গ্রামের দিকে যাওয়ার সময় খাদে পড়ে যায়। পালিয়ে যায় গাড়িটির চালক। এতে ক্ষীপ্ত হয়ে আটককৃত আবদুল কুদ্দুসের নেতৃত্বে স্থানীয় লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাইওয়ে পুলিশের উপর হামলা করে। হামলায় মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই এসকে নুরুজ্জামান, এএসআই আনোয়ার হোসেন, নায়েক আবুল হোসেন, কনস্টেবল সামছুদ্দিন, জামাল উদ্দিন, কবির হোসেন ও গাড়িচালক আবদুর রহিম আহত হন। এ ঘটনায় এএসআই এসকে নুরুজ্জামান বাদী হয়ে কুদ্দুসসহ চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার রাতে অভিযান চালিয়ে কুদ্দুস ও বাবলু রহমানকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চৌদ্দগ্রামে পুলিশের উপর হামলার ঘটনায় আটক ২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ