গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠন হবে আজ মঙ্গলবার। ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত আলোচিত এই হত্যা মামলার অভিযোগ গঠনের কথা রয়েছে।
গত ২ সেপ্টেম্বর ২৫ আসামির মধ্যে গ্রেপ্তার ২২ জনের উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। ওইদিন মোট ১৩ আসামির অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ হয়। পরে ৯ সেপ্টেম্বর বাকি ৯ জনের অভিযোগ পড়ে শোনানো শেষে অভিযোগ গঠনের জন্য এ দিন ধার্য করেন আদালত।
গত বছর ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহত আবরারের বাবা। ১৩ নভেম্বর ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।