Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে চাঁদাবাজদের হামলা ভাঙচুর আহত ৪

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে স্থানীয় চাঁদাবাজরা ব্যবসা প্রতিষ্ঠানসহ বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় হামলাকারীরা একই পরিবারে চারজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে। সোমবার রাতে উপজেলার টেকবলাইখা এলাকায় ঘটে এ ঘটনা। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা চাঁদাবাজদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। ব্যবসায়ী মকবুল হোসেন জানান, তিনি টেকবলাইখা এলাকায় মুদিমনোহরী দোকানঘর দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। বেশ কয়েক দিন ধরেই স্থানীয় চাঁদাবাজ রমজান, রনি, মাসুদ, বিজয়, নুর আলম ব্যবসায়ী মকবুল হোসেনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে বলে হুঁশিয়ারি দেয় চাঁদাবাজরা। সোমবার রাতে উল্লেখিত চাঁদাবাজসহ সহযোগী আকিব, সোহেল, রাব্বি, মাছুম, জাহিদুল, নাঈম, বাবু, মোশারফ, আলামিনসহ আরো ৫/৭ জনের একদল সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মকবুল হোসেনের মুদিমনোহরী দোকান ঘরে গিয়ে ফের দুই লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় মুদিমনোহরী দোকানঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পরে বসতবাড়িতে প্রবেশ করে সেখানেও হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় প্রতিবাদ করায় ব্যবসায়ী মকবুল হোসেনসহ, চাচাতো ভাই রাসেল, ভাতিজা মাসুম, আপন ভাই বাবুকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এধরনের ঘটনার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে চাঁদাবাজদের হামলা ভাঙচুর আহত ৪
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ