Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আম-ছালা দুটোই গেল!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

অর্থ উপার্জনের একাধিক উপায় থাকে। সৎ পথে সমস্যা না হলেও, অসৎ পথে অর্থ উপার্জন করতে গেলে ধরা পড়ার সম্ভাবনাও কিন্তু থাকে। আর ঠিক এমন ঘটনাই ঘটেছে স্লোভেনিয়ার এক ২২ বছর বয়সি তরুণীর সঙ্গে।
বীমার টাকা পেতে নিজেই নিজের হাত কেটে বসলেন জুলিজা আদেলেসিক নামে ওই তরুণী। কিন্তু শেষ রক্ষা হয়নি, নিজের পাতা ফাঁদে নিজেই ধরা পড়লেন। তারপরই সেখানকার স্থানীয় একটি আদালত তাকে দুই বছরের হাজতবাসের সাজা শোনালেন। এছাড়া তার সঙ্গীকে গোটা পরিকল্পনাটির জন্য তিন বছরের সাজা শোনানো হয়েছে।
জানা গেছে, ওই তরুণী প্রথমে নিজের হাতের বীমা করান। তাতে বলা হয়, কোনও কারণে হাত বাদ গেলে ক্ষতিপূরণ বাবদ এককালীন মোটা টাকার পাশাপাশি প্রতি মাসেও অর্থ পাবেন তিনি। আর তার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় চার কোটি চার লাখ ৬৪ হাজার টাকার সমান।
এরপর নিজের এক সঙ্গী ও আরও দুই বন্ধুকে নিয়ে গোটা পরিকল্পনাটি বাস্তবায়িত করেন তিনি। একটি ধারাল অস্ত্র দিয়ে নিজেই নিজের হাত কেটে ফেলেন। হাসপাতালে ছুটে যান সেই হাতটি ছাড়াই। যাতে তার হাত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি তিনগুণ টাকা পান।
কাটা হাত ছাড়াই হাসপাতালে যাওয়ার পরই খবর দেওয়া হয় বীমা কোম্পানিগুলোকেও। কিন্তু কোনওভাবে কাটা হাতটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন বীমা কোম্পানির এক কর্মকর্তা। এরপরই বেরিয়ে আসে সত্যিটা। ঘটনায় অনেকেই অবাক হয়ে যান।
অনেকেই এই প্রশ্ন তোলেন, টাকার জন্য নিজের হাত কীভাবে বাদ দিতে পারে একজন? তবে উল্টোদিকে মামলা দায়ের হয় ওই যুবতীর নামে। পুলিশও তদন্তে নামে।
দেখা যায়, ঘটনার কিছু আগেই পাঁচটি পৃথক কোম্পানিতে ওই তরুণী নিজের হাতের বীমা করিয়েছিলেন। আর এরপরই তাকে দুই বছরের এবং তার সঙ্গীকে তিন বছরের জন্য সাজা শোনালেন আদালত। সূত্র : ডেইলি মেইল/ডেইলি সাবাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ