Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ বাস্তবায়নে রাসিকের সভা

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে রাসিকের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে বেসরকারি হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সাথে আউট হাউজ মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সিটি হল সভাকক্ষে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে ড. এ বি এম শরীফ উদ্দিন বলেন, সারা বাংলাদেশে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বারোপ করেছে সরকার। পরিচ্ছন্ন মহানগরী রাজশাহীতে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ডাকে সাড়া দিয়ে আপানারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আপনাদের সবার সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশন মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অনেক এগিয়ে যাবে বলে বিশ্বাস করি।
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন রাজশাহী জেলার সভাপতি ডা. এসএমএ আব্দুল মান্নান বলেন, মেয়রের প্রচেষ্টায় রাজশাহী শহর অনেক পরিচ্ছন্ন ও সুন্দর শহরে পরিণত হয়েছে। এই শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলেরই। এজন্য মেয়রের ডাকে সাড়া দিয়ে আমরা মেডিকেল বর্জ্য ব্যবস্থানায় এগিয়ে এসেছি। সূচনা বক্তব্য ও উপস্থিত মালিকগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ও বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটি সদস্য সচিব শেখ মো. মামুন ডলার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাসিকের-সভা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ