বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরের শ্রীপুরে সড়কে গজারি গাছ ফেলে ব্যারিকেট দিয়ে ঘণ্টাব্যাপী ডাকাতি করেছে ডাকাতদল। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে বরমী ইউনিয়নের বরমী-নয়নপুর আঞ্চলিক সড়কের পোশাইদ এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় অন্তত ৩৫-৪০ পথচারীকে বেঁধে আটকে রেখে নগদ টাকা, মোবাইলসহ বিভিন্ন দামি মালামাল লুট করে ডাকাতরা। বেশ কয়েকজনকে পিটিয়ে আহতও করা হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়।
ডাকাতির শিকার আবদুর রহমান জানান, কালিগঞ্জে কাজ শেষ করে সাড়ে আটটার দিকে বাড়ি ফেরার জন্য এ সড়কে আসছিলাম। পরে পোশাইদ বনের ভেতরে আসতেই সড়কে গজারি গাছ ফেলে ব্যারিকেট তৈরি করে ডাকাতরা। এ সময় এ পথে আসা বিভিন্ন যানবাহন আটকে চালকসহ যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা লুট করে ডাকাতরা। পরে সবাইকে দড়ি দিয়ে বেঁধে বনের ভেতরে ফেলে রাখে।
স্থানীয় ইউপি সদস্য হারুন অর রশিদ জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ধ্যা রাতে এমন ডাকাতিতে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। শ্রীপুর মডেল থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, এমন একটি খবর পেয়ে রাতেই দুইটি টহল টিম ঘটনাস্থলে গিয়ে কোন কিছু পায়নি। ডাকাতির কোনো ঘটনা ঘটেনি বলেও তিনি দাবি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।