Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাদেক বাচ্চুর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গণে শোকোর ছায়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চুর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা শোক জানাচ্ছেন। চিত্রনায়ক ওমর সানি ফেসবুকে এক স্ট্যাটাসে সাদেক বাচ্চুকে নিয়ে লিখেছেন, সাদেক বাচ্চু একটা নাম, একজন অভিনেতা, একটা ইতিহাস। বহু বছর আগে হুমায়ুন ফরীদি ভাই যখন সুপারস্টার তখন তার শিডিউল পাওয়া ভিষণ দুষ্কর। সেই আখেরি হামলা, মুক্তির সংগ্রাম, রঙিন রংবাজসহ আরো বহু একসাথে কাজ করেছি। আমার কাছে বাচ্চু ভাইকে মনে হতো একটা ভালো মানুষের ডিকশনারি। বাচ্চু ভাই আমার জীবনের ছবি হয়ে থাকবেন। এছাড়া অন্য তারকারাও শোক প্রকাশ করেছেন। সাদেক বাচ্চু গতকাল করোনায় আক্রান্ত হয়ে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। চিকিৎসকরা জানান, গতকাল সকাল থেকেই তার হার্টবিট বন্ধ হয়েছে বেশ কয়েকবার। অবশেষে ১২টা ৫ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সাদেক বাচ্চু মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, সাদেক বাচ্চুর আসল নাম মাহবুব আহমেদ সাদেক। চাঁদপুরে দেশের বাড়ি হলেও জন্ম তার ঢাকাতেই। টিএন্ডটি নাইট কলেজ থেকে গ্রাজুয়েশন করেন তিনি। কর্মজীবনে তিনি ডাক বিভাগে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অভিনয় জীবন শুরু হয় ১৯৬৩ সালে, রেডিওতে খেলাঘরের মাধ্যমে। একইসঙ্গে মঞ্চেও অভিনয় শুরু করেন। প্রথম থিয়েটার গণনাট্য পরিষদ। ১৯৭২-৭৩ সালে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যোগ দেন গ্রুপ থিয়েটারের সাথে। ১৯৭৪ সালে প্রথম টেলিভিশন নাটকে অভিষিক্ত হন। তার অভিনীত প্রথম নাটক ছিল ‘অঙ্গীকার’। নাটকটি পরিচালনা করেন আবুল্লাহ ইউসুফ ইমাম। সোজন বাদিয়ার ঘাট, নকশী কাঁথার মাঠ সহ অসংখ্য নাটকে মূল চরিত্রে অভিনয় করেন। প্রথম চলচ্চিত্র শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের রামের সুমতি অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেন। খল চরিত্রে প্রথম অভিনয় করেন সুখের সন্ধানে চলচ্চিত্রে। এরপর অসংখ্য চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। ২০১৮ সালে নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। শুধু অভিনয়ই নয়, লেখালেখিতেও যুক্ত ছিলেন সাদেক বাচ্চু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাদেক-বাচ্চুর-মৃত্যু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ