Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিজিটালে স্নেহা উল্লালের অভিষেক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

প্রাথমিকভাবে হিন্দি ফিল্মের দর্শকদের কাছে তার পরিচয় সালমান খানের নায়িকা হিসেবে। অনেকে বলে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে তার মিল রয়েছে, যেমন সালমানের আরেক নায়িকা জেরিন খানের সঙ্গে অনেকে ক্যাটরিনা কাইফের মিল খুঁজে পেত। যাই হোক স্নেহা উল্লালের অভিনয়ে অভিষেক হয়েছিল সালমানের বিপরীতে ‘লাকি : নো টাইম ফর লাভ’ দিয়ে। এর পর তিনি আরও চারটি হিন্দি ফিল্মে অভিনয় করেছেন,তবে খুব সাফল্য পেয়েছেন তা বলা যাবে না। একটি বাংলা ফিল্মেও স্নেহা অভিনয় করেছেন। বলিউডে খুব সাফল্য না পেলেও তেলুগু ফিল্মে তিনি একজন ব্যস্ত নায়িকা। ২০১৫তে তার হিন্দি ফিল্ম মুক্তি পেয়েছে। এবার তাকে দেখা যাবে একটি হিন্দি থ্রিলার ওয়েব সিরিজে। বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে নির্মিতব্য সিরিজটির নাম ‘এক্সপায়রি ডেট’। এতে আরও অভিনয় করবেন টোনি ল্যুক, মাধু শালিনী এবং আলি রেজা। এর মাধ্যমে ওটিটি (ওভার দ্য টপ) মাধ্যমে স্নেহার অভিষেক হবে। “ডিজিটাল মাধ্যমে অভিষেক হচ্ছে বলে আমি রোমাঞ্চিত। প্রতিটি পর্বে দর্শকরা অন্য রকম রোমাঞ্চের ছোঁয়া পাবে বলে আশা করি। আমার চরিত্রটি চরম কর্তৃত্বপরায়ণ, আর সে জানে সে কী করতে যাচ্ছে। আর সব সমস্যার স্রষ্টাও সে,” স্নেহা বলেন। শঙ্কর কে মার্থান্ড পরিচালিত সিরিজটির প্রিমিয়ার হবে জিফাইভে ২ অক্টোবর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্নেহা-উল্লাল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ