Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিবিসির গেম শো উপস্থাপনা করবেন গর্ডন রামজে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

তারকা শেফ গর্ডন রামজে বিবিসি ওয়ান চ্যানেলের জন্য ‘ব্যাঙ্ক ব্যালেন্স’ নামে একটি গেম শো উপস্থাপনা করবেন। রামজে এর আগে ‘টপ গিয়ার’, ‘হেল’স কিচেন’ এবং ‘মাস্টারশেফ ইউএস’ টিভি অনুষ্ঠানগুলোতে অংশ নিয়েছেন। রামজে তার স্টুডিও রামজের ব্যানারে ‘ব্যাঙ্ক ব্যালেন্স’ অনুষ্ঠানটি প্রযোজনাও করবেন। ‘ব্যাঙ্ক ব্যালেন্স’ অনুষ্ঠানটি “হাই-স্টেকস, হাই-প্রেশার’ হিসেবে বর্ণিত হয়েছে। এই গেম শোতে অংশগ্রহণকারীদের অর্থ আয়ের জন্য তাদের স্থৈর্য, সুবুদ্ধি, বিচক্ষণতা, জ্ঞান এবং সাহসের পরীক্ষার মুখোমুখি হতে হবে। ভুল করলেই দেউলিয়া হয়ে যেতে হবে কোনও কোনও অংশগ্রহণকারীকে। বিবিসির এক বিবৃতিতে রামজে জানিয়েছেন, অনুষ্ঠানটি বাস্তবিকই বিশাল। “এটি খুব উত্তেজনাপূর্ণ একটি অনুষ্ঠান। অনেক ঝুঁকি নিতে হবে প্রতিযোগীদের বিশাল অংক জয়ের সুযোগ আছে তার চেয়ে বড় অংক হারার ঝুঁকিও আছে। সাফল্য আর ব্যর্থতার মাঝে সবসময় ভারসাম্য থাকবে।” “বিবিসির অসাধারণ টিমের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি খুমি। আর স্টুডিওতে গিয়ে স্বর্ণের বার স্তূপ করতে তর সইছে না,” তিনি বলেন। স্টুডিও রামজের ফারনান্ডো ডি জিসাস, টম ডে, স্যাম স্মেইল এবং ব্রনসন পেইন অনুষ্ঠানটি প্রযোজনা করবেন। রামজে এবং জো ওয়ালেস নির্বাহী প্রযোজনা করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গর্ডন-রামজে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ