প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মাদক কান্ডে জড়িত থাকার অভিযোগে সুশান্তের সাবেক প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে নারোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় দুভাগে বিভক্ত হয়ে গেছে বি টাউন। কেউ রিয়ার গ্রেফতারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আবার কেউ কেউ রিয়ার সমর্থনে কড়া সুর চড়িয়েছেন। এবার রিয়ার পাশে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী ও অক্ষয় পত্নী টুইঙ্কেল খান্না।
সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে নিজের লেখা কলামে রিয়ার সমর্থনে সুর চড়ালেন টুইঙ্কেল খান্না। তার কথায়, 'রিয়া ভয়ানক মিডিয়া ট্রায়াল ও রাজনীতির শিকার। তাকে লোভী কিংবা খুনি থেকে নানা অপবাদ দেওয়া হচ্ছে। যদিও এখনো কিছুই প্রমাণিত হয়নি। শুধুমাত্র ৫৯ গ্রাম গাঁজা কেনার অভিযোগ প্রমাণ হয়েছে তার বিরুদ্ধে। লাখ লাখ মানুষের সামনে তাকে কেটে কেটে টুকরো করা হচ্ছে।'
গণমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লিখেছেন, 'শুধুমাত্র দর্শক টেনে টিআরপি বাড়ানোর জন্য একজনের জীবন বিপন্ন করে তোলা হচ্ছে। ক্যামেরা বন্ধ হলে এই মানুষগুলো জবাব দিতে পারবেন তো? আর নিজেদের স্বার্থসিদ্ধি এবং ভোট পাওয়ার আশায় তাতে মদত দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো।'
রিয়ার সমর্থনে মুখ খুলে বিপাকে পড়েছেন অক্ষয় পত্নী। টুইঙ্কেলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন নেটিজেনরা। যদিও তাদের কটাক্ষের জবাব দিতে দেখা যায়নি এই অভিনেত্রী-লেখিকাকে।
তবে শুধু টুইঙ্কেল একাই নন, এর আগে রিয়ার সমর্থনে সরব হয়েছিলেন সোনম কাপুর, কারিনা কাপুর, বিদ্যা বালান, তাপসী পান্নু, অনুরাগ ক্যাশপ, দিয়া মির্জা সহ অনেকেই। রিয়ার পরনের টি-শার্টের কোডকে হাতিয়ার করে পিতৃতন্ত্রকে গুড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।