Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দিতে বিএনপির একক প্রার্থী সাইফুল আলম ভূইয়া

উপজেলা নির্বাচন

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ২:২৭ পিএম

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতাঃ আসন্ন কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির একক প্রার্থী কুমিল্লা জেলা বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী মালিক সমিতির ঐক্যে জোটের আহবায়ক সাইফুল আলম ভূইয়াকে মনোনীত করেছেন। এ ব্যপারে দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি এ.কে এম শামছুল হক জানান, আসন্ন দাউদকান্দি উপজেলা নির্বাচনে বিএনপি থেকে সাইফুল আলম ভূইয়াকে আমরা সমর্থন দিয়েছি। একক প্রার্থী সাইফুল আলম জয়ের ব্যপারে ইনকিলাবকে জানান, কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপির দুর্গ নামে খ্যাত। এ আসনে বিএনির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আমি শতভাগ আশাবাদী সুষ্ঠ অবাধ ও নিরপক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে বিজয় হবো ইনশাল্লাহ। উল্লেখ্য দাউদকান্দি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় চলতি মাসের ২০ তারিখের মধ্যে তফসিল ঘোষনা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ