Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুমকিরমুখে ফ্লোটিং প্যারাডাইস

আতঙ্কে পর্যটকরা

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

পর্যটন শহর হিসাবে খ্যাত কাপ্তাই উপজেলার শিলছড়ি রামপাহাড় এবং কর্ণফুলীর নদীর কোল ঘেঁষে ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্টে। কর্ণফুলীর মনোরম দৃশ্য একদিকে রামপাহাড় অন্যদিকে ওয়াগ্গা চা বাগান সব মিলে আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা এখানে আসেন।
প্রতিদিন শত শত পর্যটক এসে ভিড় করেন এখানে। পর্যটকরা সব ধরনের খাবারের স্বাদ গ্রহণ করতে পারেন অনায়াসে। কিন্তু এর দক্ষিণ অংশে দেখা দেয় বিশাল ফাটল। ফাটল এর ফলে যেকোন মুহূর্তে কর্ণফুলী নদীতে বিলীন হয়ে যেতে পারে এর দক্ষিণ অংশ। ফলে ঝুঁকি নিয়ে এই অংশে পর্যটকরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। প্রাকৃতিক দৃশ্য ধরে রাখতে পর্যটকরা বিশাল ভাঙনের কাছে যেতে হয়। কর্তৃপক্ষ বড় দুর্ঘটনার আশঙ্কা জেনেও ৫/৬মাস যাবৎ কোন ব্যবস্থা নেয়নি।
রাঙ্গুনিয়ার আব্দুল মান্নান, রাউজানের পবন চৌধুরী, চট্টগ্রামের মুরাদপুর এলাকার বাসিন্দা নিলিমা হাসনাত ছানিয়া জানান, এখানকার সৌন্দর্য অসাধারণ, বিশেষ করে এই অংশে কর্ণফুলী নদীর যে বাঁক নিয়েছে, সেই দৃশ্য উপভোগ করা যায়। এছাড়া অপর অংশে চা বাগানের সবুজ পাহাড় মনকে আরোও শান্ত করে। ফ্লোটিং প্যারাডাইসের পরিচালক সরোয়ার উদ্দিন সোহেল জানান, লকডাউনে বন্ধ থাকার ফলে পরিকল্পনা থাকা সত্তে¡ও মেরামতের কাজ সম্ভব হয়ে উঠেনি। যদিও পর্যটকদের অনুরোধ এর প্রেক্ষিতে করোনার কারণে বন্ধ থাকার পর চালু করেছি সবে মাত্র। অচিরেই সংস্কার কাজ সম্পন্ন করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্লোটিং-প্যারাডাইস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ