মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বসন্তে কোকিল ডেকে ডেকে মাতিয়ে তোলে চারপাশ। বসন্তের পর তারা কোথায় যায়? কোকিলে তো নির্দিষ্ট কোনো বাসা নেই। কাকের বাসায় ডিম পাড়ে। সুমধুর কণ্ঠস্বর ছাড়া আর কিছুই তেমন থাকে না কোকিলের। তাই কোকিলকে নিয়ে সেভাবে মাথাব্যথা নেই কারোর। তবে এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলেন মঙ্গোলিয়ার বিজ্ঞানীরা।
গত বছরের জুন মাসে ওনন নামের কোকিলের ডানায় ‘প্ল্যাটফর্ম ট্রান্সমিটেড টার্মিনাল’ ব্যাকপ্যাক লাগিয়ে মঙ্গোলিয়া থেকে ছেড়ে দেন বিজ্ঞানীরা। গলায় পড়ানো ছিল ছোট্ট একটি ট্র্যাকার যন্ত্র। উপগ্রহ সংযোগের মাধ্যমে তার গতিবিধি পর্যবেক্ষণে রেখেছিলেন বিজ্ঞানীরা। সেখানে ধরা পড়ে ১৬টি দেশের সীমানা পার করেছে এই ওনন।
এমনকি গত বসন্তে ভারতের গুজরাটেও প্রবেশ করেছে সে। ট্রাক্যারে দেখা গেছে, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ভারতেই ছিল সে। তারপর যায় পাকিস্তান ও ইথিওপিয়া। শেষ পর্যন্ত চলতি বছরের ২৭ জুন আবারো মঙ্গোলিয়ায় ফিরে গেল ওনন। আর এই ঘটনাতেই রীতিমতো চমকে গেছেন প্রাণী বিশেষজ্ঞরা।
কোকিল যে একটি পরিযায়ী গোত্রের পাখি, একথা সবাই জানেন। কাকের বাসায় ডিম পাড়ার জন্য তার কুখ্যাতিরও শেষ নেই। কিন্তু সেই কোকিলেরও থাকে ঘরে ফেরার টান? অন্তত এই ঘটনায় সেরকমই দেখলেন বিজ্ঞানীরা।
ফিরে আসার টান অগ্রাহ্য করতে পারেনি সে। অবশ্য ওননের সঙ্গে আরও অনেক কোকিলের গলায় ট্র্যাকার লাগানো হয়েছিল। কিন্তু সেসব কোকিলের কোনো সন্ধান এ পর্যন্ত পাওয়া যায়নি। তবে এক্ষেত্রে কোনোও প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে। অথবা কোনো কারণে তাদের মৃত্যুও হতে পারে। এই ঘটনা কোকিলের চরিত্র নিয়ে আবারও গবেষণার সুযোগ এনে দিল বলে মনে করছেন বিজ্ঞানীরা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।