Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বর্ণজয়ী হুমায়রা-মুন বিয়ে করলেন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ৭:৫৭ পিএম

২০১০ ঢাকা সাউথ এশিয়ান (এসএ) গেমসের কারাতে ডিসিপ্লিনে স্বর্ণ জিতেছিলেন হোসেন খান মুন। আর সর্বশেষ ২০১৯ নেপাল এসএ গেমস কারাতেতে দেশকে স্বর্ণালী হাসি উপহার দিয়েছিলেন হুমায়রা আক্তার অন্তরা। এবার এ দুই স্বর্ণজয়ী মিললেন জীবনের একই মোহনায়। বিয়ে করলেন হুমায়রা-মুন। ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের একটি কমিউনিটি সেন্টারে হুমায়রা ও মুনের কাবিন হয়েছে। ছোট পরিসরে আয়োজিত অনুষ্ঠানে শুধু দুই পরিবারের সদস্য ও কারাতে অঙ্গনের ক’জন উপস্থিত ছিলেন। চার বছর আগে কারাতে খেলতে এসেই বিকেএসপির কোচ মুনের সঙ্গে পরিচয় হুমায়রার। পরে অবশ্য পরিবারের সিদ্ধান্তেই বন্ধনে আবদ্ধ হন তারা। তবে করোনার প্রকোপ কমলে নভেম্বর কিংবা ডিসেম্বরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করার পরিকল্পনার কথা জানিয়েছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ