Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুখ ফসকে মিশেল রডরিগেজ : এবারের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ মহাশূন্যে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

ভূমি, সাগর আর আকাশের পর ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ টিম নবম পর্বে এবার বোধ হয় মহাশূন্যে যাচ্ছে। সিরিজের লেটি চরিত্রের অভিনেত্রী মিশেল রডরিগেজ একটি চ্যাট শোতে মুখ ফসকে বলে ফেলেছেন যেমন গুজব রটেছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ টিম মহাশূন্যে যাচ্ছে তার সত্যতা আছে। তবে তিনি মহাশূন্য অভিযানে থাকবেন না। পাশাপাশি মহিলা কাহিনীকার চিত্রনাট্য রেখায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন কারণ এতে ‘ভালবাসা ও মনোযোগ’ যুক্ত হয়েছে। মহিলা চিত্রনাট্যকারের অংশগ্রহণের কারণে চলচ্চিত্রের নারী চরিত্রগুলো আরও গভীরতা আর মাত্রা পেয়েছে বলে মিশেল মনে করেন। বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে নবম ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফিল।মটির নির্মাণ প্রায় এক বছর পিছিয়েছে। কথা ছিল জাস্টিন লিনের পরিচালনায় নির্মীয়মাণ নবম পর্ব ‘এফনাইন’ এই বছর ২২ মে মুক্তি পাবে। পরিস্থিতির কারণ সেটি আগামী বছরের ২ এপ্রিল মুক্তি পাবে। ‘এফনাইন’ ছাড়াও টম ক্রুজের আগামী ‘মিশন ইম্পসিবল’ ফিল্মটিও মহাশূন্যে যাবে বলে জানা গেছে। সবচেয়ে বড় কথা ‘মিশন ইম্পসিবল’ ফিল্মটির চলচ্চিত্রায়নও হবে মহাশূন্যে, তা হলে সেটিই হবে মহাশূন্যে চিত্রায়িত প্রথম ফিল্ম। ‘এফনাইন’ কাস্টে যোগ দিয়েছেন রেসলার জন সেনা; তিনি ভিন ডিজেল রূপায়িত ডমিনিক টোরেটোর ভাইয়ের ভূমিকায় অভিনয় করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাস্ট-অ্যান্ড-ফিউরিয়াস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ