Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

ব্যবসায়িক সফর
১৮ সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুরের সঙ্গে স্বল্পমেয়াদে ব্যবসায়িক সফর চালু করতে যাচ্ছে জাপান। পররাষ্ট্রমন্ত্রী তশিমিৎসু মতেগি জানান, এই প্রথমবারের মতো ব্যবসায়ীরা স্বল্পমেয়াদে ব্যবসায়িক সফরে টোকিওতে আসতে পারবেন। এজন্য তাদের ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারেন্টিনে যেতে হবে না। এক সংবাদ সম্মেলনে মতেগি বলেন, ধীরে ধীরে আন্তর্জাতিক ভ্রমণ চালু করার ক্ষেত্রে এটা জাপানের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে। ফিন্যান্স ও লজিস্টিকসের মতো জায়গায় জাপান ও সিঙ্গাপুরের মধ্যে ব্যবসায়িক সফর অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কিয়োডো।


নেপালে নিহত ৩
নেপালে ভ‚মিধসে অনন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে দুই ডজনের বেশি মানুষ। শনিবার রাতে সিন্ধুপালচক জেলার বারহাবিস গ্রামীণ পৌরসভা-৭ এ ঘটনা ঘটে। ভারী বৃষ্টিপাতের কারণে এ ভ‚মিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বারহাবিজ গ্রামীণ পৌরসভার চেয়ারম্যান নিম ফিনজো শেরপা। তিনি জানান, জেলার ভিরকহারকা এলাকায় ভ‚মিধসে ৯টি ঘরবাড়ি ভেসে গেছে। ২০-২৫ জন বাসিন্দা এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে। এএনআই।


যুক্তরাষ্ট্রে সোনিয়া
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে আবারও যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে হল ভারতের কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধীকে। শনিবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন। সঙ্গে গিয়েছেন রাহুল গান্ধীও। স‚ত্রের খবর, বার্ষিক মেডিকেল চেকআপ করাতেই সোনিয়াকে বিদেশ যেতে হয়েছে। কংগ্রেসের একটি স‚ত্রে জানা গেছে, বার্ষিক মেডিকেল চেকআপের জন্য কমপক্ষে দু-সপ্তাহ সোনিয়া গান্ধীকে বিদেশে থাকতে হবে। দীর্ঘ সময় ধরেই অসুস্থ সোনিয়া গান্ধী। ২০১১ সালে কংগ্রেস সভানেত্রীকে শারীরিক অসুস্থতার কারণে অস্ত্রোপচার করাতে হয়। টাইমস অব ইন্ডিয়া।


মৃত্যুদÐ কার্যকর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ সারাবিশ্বের ৮৫ হাজার রেসলারের অনুরোধ রাখেনি ইরান। ২৭ বছর বয়সী ৪৩টি অলিম্পিক পদক জয়ী রেসলার (কুস্তিগীর) নাভিদ আফকারির মৃত্যুদÐ কার্যকর করেছে ইরান সরকার। শনিবার দক্ষিণ ইরানের এক জেলখানায় নাভিদ আফকারির মৃত্যুদÐ কার্যকর করা হয়। সরকারবিরোধী প্রতিবাদ চলাকালে ইরানের দক্ষিণাঞ্চলের শহর শিরাজে এক সরকারি কর্মচারীকে ছুরিকাঘাতে খুন করার অভিযোগে মৃত্যুদÐ দেয়া হয়েছে এই কুস্তিগীরকে। এএফপি।


হঠাৎ ধূলিঝড়ে
তুরস্কের রাজধানী আঙ্কারাতে শনিবার হঠাৎ করেই ধেয়ে এল ব্যাপক ধূলিঝড়। শক্তিশালী এই ঝড়ে অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের কর্মকর্তারা। আঙ্কারার মেয়রের অফিস থেকে শেয়ার করা একটি ভিডিও ফুটেছে দেখা গেছে ঝড়ের মুহ‚র্ত। ২৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, এগিয়ে আসছে ধূলোর ঝড়, কয়েক মুহ‚র্তের মধ্যেই সমস্ত বিল্ডিংয়ের ওপরে আছড়ে পরে সব একেবারে আচ্ছাদিত করে দেয়। তুর্কি জেনারেল ডিরেক্টর অফ মেটিরিওলজির পোস্ট করা অন্য একটি ভিডিওতে দেখা গেছে, শহরের সব বাড়িগুলোকে গ্রাস করেছে ধুলোর ঝড় এবং বজ্রপাতও হচ্ছে। স্কাই নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ