মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আমিরাতের কাছে এফ-৩৫ বিক্রি করায় যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েল ক্ষতিপূরণ দাবি করেছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিয়থ আহরোনোথের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও আমিরাতের সঙ্গে অস্ত্র চুক্তি পর্যালোচনা করে ওয়াশিংটনের কাছে এ দাবি তুলেছে। -মিডিল ইস্ট মনিটর, নিউ ইয়র্ক টাইমস
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এধরনের ক্ষতিপূরণ কি পরিমান হবে তা নিরুপণ করে একটি প্যাকেজ তৈরি করে যুক্তরাষ্ট্রের কাছে পাঠাবে। ইসরায়েলের কাছে কোনো অত্যাধুনিক মার্কিন অস্ত্র বিক্রির এক বছরের মধ্যে যে অন্যান্য বিকল্প শর্ত রয়েছে, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়, ইসরায়েলের আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্র আমিরাতের কাছে এফ-৩৫ বিমান বিক্রি করেছে। এর আগে ইসরায়েলের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী আমিরাতের কাছে এধরনের জঙ্গি বিমান বিক্রির তীব্র বিরোধীতা করেন। তবে আমিরাতের কাছে এফ-৩৫ বিমান বিক্রির ব্যাপারে ট্রাম্প প্রশাসনকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইসরায়েলের সঙ্গে আমিরাতের স্বাভাবিক সম্পর্ক স্থাপনের চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল এধরনের জঙ্গি বিমান বিক্রি।
নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমিরাতের কাছে এফ-৩৫ বিমান বিক্রির ব্যাপারে গোপনে অনুমোদন দিয়েছেন। পরে নেতানিয়াহুর অফিস থেকে তা সঠিক নয় বলে জানানো হয়। ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের চুক্তি হওয়ার পর যুক্তরাষ্ট্র আমিরাতের কাছে এফ-৩৫ জঙ্গি বিমান সহ অন্যান্য অস্ত্র বিক্রির প্রস্তাব দেয়। আমিরাতের সঙ্গে এর আগে মার্কিন অস্ত্র চুক্তিতে ইএ-১৮জি জে গ্রোলার জেট বিমান বিক্রি অন্তর্ভুক্ত ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।