Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লস অ্যাঞ্জেলসের কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এলাকা কম্পটনে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ৬:১২ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের আলোচিত কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এলাকা কম্পটনে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।এক টুইট বার্তায় লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফস ডিপার্টমেন্ট এই তথ্য জানায়। নিউ ইয়র্কের হারলেমের মতোই কম্পটন কৃষ্ণাঙ্গ অপরাধীদের নিরাপদ স্বর্গ বলে বিবেচিত হয়। -সিএনএন, ফক্স
এখানে এমনকি শেতাঙ্গ পুলিশও সহজে প্রবেশ করতে পারে না। টুইট বার্তায় বলা হয়েছে, একজন নারী ও এক পুরুষ ডেপুটি তাদের গাড়িতে বসে ছিলেন, এমন সময় তাদের অ্যামবুশ করা হয়। দুজনের শরীরেই কয়েকটি করে গুলির ক্ষত রয়েছে। দুজনেই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। শেরিফ অ্যালেক্স ভিলানোভা জানিয়েছেন, পরিকল্পনা করেই দুই ডেপুটিকে হত্যাচেষ্টা করা হয়েছে বলে মনে করছে শেরিফ ডিপার্টমেন্ট।

বিশেষজ্ঞদের মতে, চলমান ব্ল্যাক লাইভস ম্যাটারস আন্দোলনের ফায়দা নিতেই এমন ঘটনা ঘটানো হতে পারে। কারণ, বর্তমান পরিস্থিতিতে কম্পটনে বড় ধরণের অভিযান চালালে সমালোচনার মুখে পড়তে পারে পুলিশ। এক ভিডিওতে দেখা যায়, হামলাকারী ব্যক্তি কালো পোশাক পরে আছে। সে নিজের হ্যান্ডগান গাড়ির ভেতরে তাক করে টানা কয়েকটি গুলি করে। এরপর হাটতে হাটতে চলে যায।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ