বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কাঠালবাড়ী নৌরুটে ফেরী চলাচল আবারো বন্ধ হয়ে গেছে। পদ্মা সেতুর নিরাপত্তার স্বার্থে শনিবার রাতে এ রুটে ফেরী চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। আজ ( রবিবার) পদ্মা সেতুর নীচে লৌহজং চ্যানেলে বিআইডব্লিউটিএ ড্রেজিং এর কাজ করায় সকাল থেকে ফেরী চলাচল বন্ধ করে দেওয়া হয়।আগামীকাল থেকে ফেরীচলাচল স্বাভিক হবে।
শিমুলিয়া -কাঠালবাড়ী নৌরুটটি নব্যতা সংকটের কবলে পড়ে আট দিন বন্ধ থাকার পর গত ১১ সেপ্টেম্বর বিকালে পরীক্ষামূলক ভাবে ৩টি ফেরী শিমুলিয়া ঘাট ছেড়ে যায়।পরদিন ৩টি কে টাইপ এবং ২টি মিডিয়াম টাইপের ফেরী চলাচল করে। পদ্মা সেতুর নিরাপত্তার স্বার্থে রাতে এ রুটে ফেরী চলাচল বন্ধ রাখা হয়।আজ ভোর ৬ টায় শিমুলিয়া ঘাট থেকে ১টি ফেরী ছেড়ে যায়।পরবর্তীতে লৌহজং চ্যানেলে বিআইডব্লিউটিএ ড্রেজিং এর কাজ করায় সকল ধরণের ফেরী চলাচর বন্ধ করে দেওয়া হয়। আগামীকাল থেকে ফেরীচলাচল স্বাবাভিক হবে। গত শুক্রবার রাতে ৩ নম্বর রো রো ফেরীঘাট এলাকায় ভাঙ্গ দেখা দেওয়ায় ঘাটটি বন্ধ করে দেওয়া হয়।শিমুলিয়ায় চারটি ফেরী ঘাটের মধ্যে গত দুই দিন ১ ও ২ নম্বর ঘাট দিয়ে ছোট ছোট ফেরী চলাচল করেছে। গত মাসে ভয়াবহ ভাঙ্গনে ৪ নম্বর ভিঅইপি ফেরীঘাটটি নদীগর্ভে বিলীন হয়ে যায়।এদিকে কোন প্রকার পূর্ব ঘোষনা ছাড়া ফেরী চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বাসযাত্রীদের ঘাটে চরম দূর্ভোগ পোহাতে হয়।আটকা পড়া পণ্যবাহী ট্রাকের পণ্য নষ্ট হয়ে যায়।এদিকে ৩নম্বর ফেরীঘাট এলাকার পাশ্ববর্তী এলাকায় ভাঙ্গন অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।