বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রূপগঞ্জ প্রেসক্লাবের সাপ্তাহিক সভা চলাকালীন সময়ে হত্যাসহ বহু মামলার আসামি আলমাস বাহিনী দুটি সাদা মাইক্রোবাস যোগে প্রেসক্লাবের সামনে দিয়ে গতকাল সকালে মহড়া দিয়েছে। একপর্যায়ে সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে ও সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেয়। এ সময় ক্লাবের ভেতরে থাকা সাংবাদিকরা আতঙ্কিত হয়ে পড়ে। গত ৮ সেপ্টেম্বর প্রেসক্লাবে হামলার ঘটনার পরও থেমে নেই আলমাস বাহিনীর সন্ত্রাসী তৎপরতা। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে রূপগঞ্জের কর্মরত ৬৭ সাংবাদিক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাংবাদিকরা জানান, গতকাল সকালে রূপগঞ্জ প্রেসক্লাবের পূর্বনির্ধারিত সাপ্তাহিক সভা ছিল। প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা শুরু হওয়ার আধা ঘণ্টা পর দুটি সাদা মাইক্রোবাস যোগে সন্ত্রাসী বাহিনী প্রেসক্লাবের সামনে দিয়ে মহড়া দেয়।
একপর্যায়ে তারা অস্ত্র উঁচিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে এবং সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।
জানা যায়, গত ৮ সেপ্টেম্বর বেশ কয়েকটি হত্যা মামলাসহ অসংখ্য মামলার আসামি আলমাস চেয়ারম্যানের নেতৃত্বে রূপগঞ্জ প্রেসক্লাবে হামলা চালায়। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, সাংবাদিকদের নিরাপত্তার জন্য পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।