Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কচ্ছপ-কুমিরের দোস্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাস মহামারিতে বেশির ভাগ গৃহবন্দি মানুষের সঙ্গী এখন ইন্টারনেট। বিশেষ করে ওয়াইল্ডলাইফ ভিডিও ভাইরাল হচ্ছে প্রায়ই। পশু-পাখিদের নানা কসরত কিংবা জীবনযাপনের নানা মুহ‚র্ত ইন্টারনেট-বিশ্বে বেশ জনপ্রিয়। এবার ভাইরাল হল এক কচ্ছপ ও কুমিরের ‘দোস্তি’। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিরাট আকারের একটি দৈত্যাকার কুমিরের সঙ্গে হাই-ফাইভ করল একটি কচ্ছপ। ট্যুইটারে ভিডিওটি পোস্ট হতেই ভাইরাল।
একটি শর্ট ক্লিপে দেখা যাচ্ছে, বিরাট আকারের কুমিরটি এগিয়ে আসছে। দুঃসাহসি কচ্ছপটিও কুমিরটির দিকেই এগিয়ে যাচ্ছে। তারপর জাস্ট হাই ফাইভ করে দু’জনেই যে যার মতো চলে গেল। ট্যুইটারে এই ভিডিওটি ১ কোটিরও বেশি ভিউ হয়েছে। একটি রক্তখেকো কুমিরের সঙ্গে অতিনিরীহ কচ্ছপের বন্ধুত্বে মুগ্ধ ইন্টারনেট বিশ্ব। কেউ আবার মজা করে বলছেন, ড্রাগ ডিল ছিল ওটা। ভিডিওটি বিশেষ করে জনপ্রিয় হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সূত্র : কে এস এল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ