Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নির্ধারিত গ্রেড থাকলেও দেড় হাজার এ-লেভেল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাইরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২০, ৯:২৫ পিএম

নির্ধারিত বা প্রয়োজনীয় গ্রেড থাকলেও দেড় হাজার এ-লেভেল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাইরে রয়েছে। ব্রিটেনে এধরনের ১০ শতাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন না।অন্যদিকে কাঙ্খিত ফল লাভে ব্যর্থ হয়েছে ১৫ হাজার শিক্ষার্থী। ইউনিভার্সিটিজ এন্ড কলেজেস এ্যাডমিশন সার্ভিস বলছে, কোভিডের কারণে পরীক্ষা বাতিল হয়ে যায়। -ডেইলি মেইল


কম্পিউটার পদ্ধতিতে শিক্ষার্থীদের মান নিশ্চিত করে ফলাফল দেয়ার ফলে বিষয়টি নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। সার্বিক পরিস্থিতিতে এসব বিষয়ে ফায়সালার জন্যে ব্রিটেনের শিক্ষা বিভাগের বাইরে শিক্ষার্থীরা কয়েক দফা বিক্ষোভ করে প্রতিবাদ জানিয়েছে। তারা ব্রিটিশ সরকারের আদেশে শিক্ষকদের মাধ্যমে সেন্টার এ্যাসেসমেন্ট গ্রেড পদ্ধতির কড়া সমালোচনা করেছেন। নানাভাবে প্রতিবাদ ও বিক্ষোভ করে তাদের বক্তব্য তুলে ধরেছেন।

অন্যদিকে ৮৭ শতাংশ শিক্ষার্থী তাদের পছন্দের বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছে। ইউনিভার্সিটিজ এন্ড কলেজেস এ্যাডমিশন সার্ভিস বলছে, কোনো কোনো ক্ষেত্রে ভর্তি পরীক্ষার প্রয়োজন নাও হতে পারে। পছন্দমত বিষয়ে পড়াশুনার জন্যে ৩ শতাংশ শিক্ষার্থী ইতিমধ্যে কম খরচের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ