প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক এবং বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিলের দিন দ্য ডে সিনেমার কাজ পুনরায় শুরু হতে যাচ্ছে। সিনেমাটির প্রায় সিংহভাগ কাজ করোনার আগে শেষ হয়েছে। বাকি কিছু কাজ রয়েছে। এ কাজ করতে আগামী মাসের দিকে তিনি শুটিং ইউনিট নিয়ে তুরষ্কে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে সিনেমার গানসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হবে বলে জানান অনন্ত। তিনি জানান, করোনার কারণে সিনেমাটির কাজ পিছিয়ে গেছে। তা নাহলে, এতদিনে মুক্তি দেয়ার চূড়ান্ত পথে থাকত। তবে করোনার প্রকোপ এখন কমে আসায় আমরা সিনেমাটির বাকি কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। এর কাজ হবে তুরষ্কে। সেখানে শুটিংয়ের যাবতীয় অনুমোদনের কাজ সম্পন্ন আগেই করা হয়েছে। এখন প্রস্তুতি নিচ্ছি, সেখানে যাওয়ার। প্রায় শতাধিক সদস্যের ইউনিট তুরষ্কে যাবে। সেখানে আরও অনেকে যুক্ত হবেন। আমাদের ভিসা প্রসেসিংয়ের কাজ চলছে। তার আগে ইউনিটের প্রত্যেক সদস্যের করোনা টেস্টের কাজ শুরু হয়েছে। ইউনিটি ক্রুদের করোনা টেস্ট এবং এর ফলাফল পাওয়ার পর যাওয়ার প্রস্তুতি শুরু হবে। প্রস্তুতি শেষ হয়ে যেতে যেতে আগামী মাসের মাঝামাঝি হয়ে যেতে পারে। তিনি বলেন, করোনা পুরো বিশ্বকেই স্থবির করে দিয়েছে। সিনেমা ইন্ডাস্ট্রি তো দীর্ঘদিন ধরেই বন্ধ। তবে এখন হলিউড-বলিউডে শুটিং শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করা হচ্ছে। এর মধ্যেও দেখা গেছে, ইংল্যান্ডে ব্যাটম্যান সিনেমার নতুন ব্যাটম্যান রবার্ট প্যাটিসেন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে আমাদের অনেক সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। আমরা চেষ্টা করছি, সর্বোচ্চ সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে দিন দ্য ডে’র বাকি কাজ সম্পন্ন করতে। যেহেতু কাজটি অনেক বড়, তাই এর কাজ যেনতেনভাবে শেষ করা যাবে না। পরিপূর্ণভাবে কাজটি শেষ করতে হবে। এখানে কোনো ধরনের ছাড় দেব না। অনন্ত বলেন, ইতোমধ্যে সিনেমাটির টিজার দেখে দর্শকের মধ্যে যে বিপুল আগ্রহ তৈরি হয়েছে, তাতে আমি অত্যন্ত উৎসাহিত হয়েছি। পাশাপাশি সিনেমাটির কাজ ভালভাবে শেষ করার দায়িত্বও এসে পড়েছে। আশা করছি, দর্শকের এই আগ্রহ আমরা পুরোপুরিভাবে ধরে রাখতে সমর্থ্য হবো। উল্লেখ্য, ইরানের সাথে যৌথ প্রযোজনাধীন দিন দ্য ডে’র শুটিং ইতোমধ্যে বাংলাদেশ, ইরান, আফগানিস্তানে হয়েছে। এতে ইরান, লেবানন, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের নামকরা অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা অভিনয় করেছেন। মূল জুটি হিসেবে আছেন অনন্ত ও বর্ষা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।