Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭ পর্বের থ্রিলার ওয়োব সিরিজ ইনফিনিটি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

মেহেদি হাসিবের পরিচালনায় নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘ইনফিনিটি’। রহস্য আর রোমাঞ্চে ভরা সিক্রেট সার্ভিস এজেন্টদের জীবন নিয়ে সিরিজটি নির্মিত হয়েছে। নিজের মামার ল্যাবে ঘটে যাওয়া এক বিশেষ কারণ এজেন্ট মুরাদের জীবনকে নিয়ে যায় এক অন্য উচ্চতায়। কি ঘটেছিলো মামার ল্যাবে? কেনো মুরাদের এতো শত্রু ? মুরাদ কি পারবে ইতিহাসের সবচাইতে স্মার্ট শত্রু র মোকাবিলা করতে? এসব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে ওয়েব সিরিজ 'ইনফিনিটি'র প্রথম সিজনে। এটি মুক্তি পেতে পাচ্ছে ১৩ সেপ্টেম্বর অনলাইন প্ল্যাটফর্ম বিঞ্জ-এ। ৭ পর্বের এই অ্যাকশন থ্রিলারে অভিনয় করেছেন শরীফুল রাজ ও টয়া, মুকিত জাকারিয়া, সুমন আনোয়ার, মাসুম বাশার, আমীরুল ইসলাম ও তানভিরসহ অনেকে। পরিচালক মেহেদি হাসিব জানান, গল্পের প্রয়োজনে ও চিত্রনাট্য বিশ্বাসযোগ্য ভাবে ফুটিয়ে তোলার প্রয়োজনে বানাতে হয়েছিলো ৫টি ভিন্ন ভিন্ন ব্যাতিক্রমধর্মী সেট সেই সাথে একটি বিশাল ক্রোমা সেট। বাজেট ও পারিপার্শ্বিকতার সমন্বয় ঘটাতে ১৭টি ভিন্ন ভিন্ন জোনে ৭ পর্বের ইনিফিনিটি ওয়েব সিরিজটির শুটিং শেষ করতে হয়েছিলো মাত্র ৭ দিনে। যার মধ্যে বেশ কয়েকদিন একটানা ২০ থেকে ২২ ঘন্টা শুটিং করতে হয়। সিরিজে ব্যাবহার করা হয়নি কোনও ট্রাইপড, মানে এতে স্থির কোনো শট নেয়া হয়নি। পনি আবেদিনের ক্রিয়েটিভ ডাইরেকশনে ও কস্টিউমে সিরিজটির স্ক্রিপ্ট রেডি করেছেন ম্যাক্স রহমান এবং ক্যামেরায় ছিলেন ডিওপি রাজু রাজ। মিউজিক করেছেন এল এম জি বিটস এর শুভ্র। সেটের দায়িত্বে ছিলেন সুমন। ওয়েব সিরিজের এক্সিকিউটিভ প্রডিউসার ও প্রডাকশন হাউজ মোশনরক এন্টারটেইনমেন্ট এর কর্ণধার মাসুদুল হাসান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ