Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র করোনা বিভ্রান্তি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ নির্মাণ করছেন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘করোনা বিভ্রান্তি’। গত সপ্তাহে রূপগঞ্জের চিত্রপুরী শুটিং স্পটে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির দৃশ্যধারণ শেষ হয়েছে। রাজ্য মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মাণাধীন এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। প্রাচ্য পলাশের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন র‌্যাম্প মডেল আঞ্জুমান জেসি, শিমুল খান রাজ, মাসুম ও সাব্বির। এটি ইউটিউব ভিত্তিক স্মার্ট চ্যানেল ‘রাজ্য মাল্টিমিডিয়া’তে মুক্তি দেয়া হবে। উল্লেখ্য, প্রাচ্য পলাশ সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসে চিকিৎসা সেবা নিয়ে একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেন, যা বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ইউটিউব ভিত্তিক স্মার্ট চ্যানেল ‘প্রাকৃত টিভি’তে গত ৪ এপ্রিল মুক্তি পায়। বর্তমানে প্রাচ্য পলাশের ‘এগিয়ে চলি বিজয়ের চেতনায়’ প্রামাণ্য চলচ্চিত্রের একটি গানের অডিও ‘স্টুডিও স্বপ্ন’তে নির্মাণাধীন। তার আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মডেল ম্যানিয়া’র শুটিং অচিরেই সম্পন্ন হবে। এছাড়া, বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, টিভি নাটক, ধারাবাহিক ইত্যাদি নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বল্পদৈর্ঘ্য-চলচ্চিত্র
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ