Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

উডি অ্যালেন আর রোমান পোলানস্কির ফিল্মে কাজ করার আক্ষেপ কেট উইন্সলেটের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

এক সময় বিশ্বের সবচেয়ে নন্দিত দুই চলচ্চিত্র পরিচালক উডি অ্যালেন এবং রোমান পোলানস্কি যৌন হয়রানির অভিযোগে এখন দুজন নিন্দিত মানুষ। দুজনের ফিল্মেই কাজ করেছেন অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। তিনি এখন এ নিয়ে অনুশোচনায় ভোগেন। ভ্যানিটি ফেয়ারকে এক সাক্ষাতকারে তিনি বলেন : “এখন মনে হয়, আমি কেন উডি অ্যালেন আর রোমান পোলানস্কির সঙ্গে কাজ করেছি? অবিশ্বাস্য যে তারা কেন এতো সম্মান পেয়ে এসেছে। পুরোই অসম্মানজনক।” তিনি আরও বলেন, “তাদের সঙ্গে কাজ করার দায় আমি এড়াতে পানি না।আমি তো আর সময়কে ঘুরিয়ে দিতে পারি না, তবে আমার এ নিয়ে আক্ষেপ আছে। আমরা যদি সত্যবাদী না হয় আমাদের আর কি অবশিষ্ট থাকে?” উইন্সলেট পোলানস্কির ২০১১’র ফিল্ম ‘কার্নেজ’ এবং অ্যালেনের ‘ওয়ান্ডার হুইল’-এ অভিনয় করেছেন, পরের ফিল্মটি ২০১৭তে মুক্তি পেয়েছে। সঙ্গিনী মিয়া ফ্যারোর দত্তক কন্যা অভিনেত্রী সুন-ই প্রেভিনের সঙ্গে সম্পর্কের কথা জানাজানি হয়ে গেলে অ্যালেন সমালোচিত হন।এছাড়া ফ্যারোর আরেক দত্তক কন্যা ডিলান ফ্যারো ২০১৪তে অ্যালেনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে। অ্যালেন এই অভিযোগ অস্বীকার করেন। ১৯৯৭৭ সালে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পোলানস্কির বিরুদ্ধে মামলা হয়। এছাড়া ২০১০ সালে চার নারী পরিচালক পোলানস্কির বিরুদ্ধে তাদের শৈশবে যৌন নির্যাতনের অভিযোগ প্রকাশ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ