প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : মনপুরা চলচ্চিত্রের পর দীর্ঘবিরতির পর নতুন সিনেমার নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম। তার নতুন এই সিনেমার নাম স্বপ্নজাল। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এর শুটিং শুরু হচ্ছে। এজন্য পুরো প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। টানা একমাস চলচ্চিত্রটির প্রথম ধাপের শুটিং চলবে চাঁদপুরে। নদীতীরবর্তী ইলিশ ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে চলচ্চিত্রটির গল্প। তাই নদীবেষ্টিত চাঁদপুরকেই চলচ্চিত্রটির দৃশ্যায়নের জন্য বেছে নিয়েছেন নির্মাতা। তবে শুধু চাঁদপুরই নয়, কলকাতায়ও এর শুটিং করবেন। এর আগে মনপুরা চলচ্চিত্রটিও নদীঘেঁষা জনপদের গল্প নিয়ে নির্মিত হয়। সিনেমাটি ব্যাপক সাফল্য পায়। নতুন সিনেমা সম্পর্কে সেলিম বলেন, নির্মাতা হিসেবে আমার সবধরনের চেষ্টা থাকবে। চেষ্টার ত্রুটি রাখছি না। স্বপ্নজাল, স্বপ্নজাল-এর মতোই হবে। জানা যায়, স্বপ্নজালের শুটিংয়ের জন্য, চাঁদপুরে নদী উপকূলে নতুন করে ঘর তোলা হয়েছে। ইট গেঁথে নতুন করে বাড়ির আঙিনা তৈরি করা হয়েছে। সিনেমাটিতে অভিনয় করছেন পরীমণি ও নবাগত ইয়াশ রোহান। পরীমণি আশা করছেন, এ সিনেমার মাধ্যমে তার ক্যারিয়ার বড় ধরনের মোড় নেবে। তিনি জানান, স্বপ্নজাল নিয়েই এখন আমার সব ভাবনা। সাধ্যমতো প্রস্তুতি নিচ্ছি। চলচ্চিত্রটি নিয়ে প্রত্যাশা অনেক। সিনেমাটিতে পরীমণি ও রোহান ছাড়া আরও অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মল্লিক জলি, ইরেশ যাকের ও প্রসূন আজাদ। সঙ্গীত পরিচালনায় থাকবেন অর্ণব। প্রযোজনায় বেঙ্গল ক্রিয়েশনস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।