Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরুণার পীর আল্লামা খলিলুর রহমান হামিদী গুরুতর অসুস্থ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২০, ২:১৪ পিএম

আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমির, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাকের) সহসভাপতি, জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলূম বরুণার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদী পীর সাহেব বরুণা (৮০) অসুস্থ হয়ে সিলেট একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ শনিবার বরুণা মাদরাসার মুহাদ্দিস মুফতি হিফজুর রহমান ফুয়াদ এবং বরুণা মাদরাসার শিক্ষক ও হযরতের নাতি মাওলানা সাইয়্যেদ আতহার জাকওয়ান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, গত ৯ সেপ্টেম্বর আল্লামা খলিলুর রহমান হামিদী শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট মহানগরস্থ নর্থ ইষ্ট হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছেন। তারা আরও জানান, তিনি সিলেট নর্থ ইষ্ট হাসপাতালরে ডায়াবেটিক বিভাগের প্রধান ডাক্তার আবদুল হান্নান তারেকের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তারা হযরতের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, খলীফায়ে মাদানী (রহ.) লুৎফর রহমান বর্ণভী (রহ.) এর সুযোগ্য বড় সাহেবজাদা আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদী পীর সাহেব বরুণা। তিনি মৌলভীবাজারসহ সিলেট অঞ্চলের বিভিন্ন মাদরাসার খেদমতে আঞ্জাম দিচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ