গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর দারুস সালাম এলাকা থেকে মানুষের খন্ডিত পা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দারুস সালাম টাওয়ারের সামনে ময়লার স্তূপ থেকে খণ্ডিত পা উদ্ধার করা হয়।
দারুস সালাম থানার ওসি-তদন্ত মো. দুলাল হোসেন জানান, খবর পেয়ে ময়লার স্তূপ থেকে খণ্ডিত পা উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা কোনো মানুষের অপারেশন করে কেটে ফেলা পা। আমরা আশেপাশের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে খোঁজ নিচ্ছি। এটা নারীর পা না পুরুষের পা তা জানার চেষ্টা চলছে। খণ্ডিত পা ডিএনএ টেস্টের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।