বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাক্ষণবাড়িয়ার কসবায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে কবির নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল উপজেলার চারুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কবির একই এলাকার মৃত সাহেদ আলীর ছেলে। তিনি পেশায় ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন। পুলিশ এ ঘটনায় সেলিম মিয়া নামে এক অটোরিকশা চালক ও তার স্ত্রী পারভীন বেগমকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ডেকোরেটর ব্যবসায়ী কবির অটোরিকশা চালক সেলিমের কাছে টাকা পেতেন। সকালে কবির তার পাওনা টাকা চাইতে সেলিমের বাড়িতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেলিম ও তার স্ত্রী পারভীনসহ কয়েকজন কবিরকে মারধর করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। কসবা থানা পুলিশের পরিদর্শক আসাদুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।