নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আনসারই সেরা। তারা টানা চতুর্থ শিরোপা জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখল। শুক্রবার পল্টন ময়দানে জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরের ফাইনালে আনসারের মেয়েরা ১৭-১০ পয়েন্টে বাংলাদেশ পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার। এ সময় উপ পুলিশ কমিশনার (কল্যাণ ও ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া এবং বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন।
চার বছর আগে আনসার ক্রিকেট দলের সহকারী কোচ দেলোয়ার হোসেন রনি এবং বেসবল স্পেশালিষ্ট কোচ তালহা জুবায়েরকে দিয়ে বেসবল দল গঠন করে সার্ভিসেস দলটি। যে দলে দেশের নারী ক্রিকেটররাই প্রাধান্য পান বেশি। সেই থেকে সাফল্য শুরু। আনসারের সহকারী ক্রীড়া পরিচালক রায়হান উদ্দিন ফকির বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনার পরেই আমরা স্বাস্থ্যবিধি মেনে মেয়েদের নিয়ে অনুশীলন শুরু করি। যার ধারাবাহিকতায় সাফল্য ধরে রাখতে সক্ষম হয়েছি। টানা শিরোপা জেতায় মেয়েদের অভিনন্দন জানিয়েছেন আমাদের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। ক্রীড়াঙ্গণের প্রত্যেকটি বিভাগে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে উৎসাহ দেন তিনি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।