নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য, জাতীয় দল ও ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক তারকা ফুটবলার অসুস্থ নওশেরুজ্জামানের পাশে এসে দাঁড়ালেন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরেই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন নওশেরুজ্জামান। বর্তমানে লাইফ সাপোর্টে থাকা সাবেক এই তারকা ফুটবলারের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। চিকিৎসাধীন নওশেরকে শুক্রবার হাসপাতালে দেখতে গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জসিম উদ্দীন হায়দার তার পরিবারের কাছে তথ্যটি জানান। নওশেরুজ্জামানের ছোট ভাই আমিনউজ্জামান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বড় ভাইয়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা হাসাপাতালে দেখতে এসে এই খবরটি আমাদের জানিয়েছেন। আমাদের পরিবারের সবাই প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারেন।’ ৭২ বছর বয়সী সাবেক তারকা স্ট্রাইকার নওশের স্বাধীন বাংলা দল ছাড়াও দীর্ঘদিন খেলেছেন ঢাকা মোহামেডানে। ৭০ দশকে দেশের অন্যতম তারকা ফুটবলার ছিলেন তিনি। ফুটবলের পাশাপাশি ক্রিকেটও খেলেছেন দাপটের সঙ্গে। তৎকালীন ক্রিকেট লিগে মোহামেডানের মতো দলের হয়ে নিয়মিত খেলে গেছেন সাবেক এই ওপেনার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।