Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পপকর্ণলাইভ.টিভিতে ভালোবাসা দিবসের স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র

প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবস উপলক্ষে প্রাণ ফ্রুটো ও পপকর্ণলাইভ.টিভি তৈরি করছে ভালোবাসার ছোটো গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র লাভ এক্সপ্রেস। প্রতি দুইদিন অন্তর একটি নতুন গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে। এটি দেখা যাচ্ছে িি.িঢ়ড়ঢ়পড়ৎহষরাব.ঃা-তে। ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে এক নতুন দ¤পতির ভালোবাসার গল্পে অভিনয় করেছেন অভিনেত্রী সিফাত তাহসিন। তিন বছর পর তিনি প্রথম অভিনয় করলেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে দ¤পতি হিসেবে কাজ করেছেন সিফাত তাহসিনের সাথে কাজী আসিফ। ইতিমধ্যে চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সম্প্রচারিত হয়েছে যা দেখা যাচ্ছে যেকোনো সময় পপকর্ণলাইভ.টিভি ও প্রাণ ফ্রুটো এর ইউটিউব চ্যানেলে। লাভ এক্সপ্রেস-এর ধারাবাহিকতায় কাজী আসিফ ও সিফাত তাহসিন অভিনীত ভালোবাসার গল্পের পঞ্চম নাটক ‘অ্যারেঞ্জড ম্যারেজ’ প্রচার হচ্ছে পপর্কণলাই.টিভি এবং প্রাণ ফ্রুটো-এর ইউটিউব চ্যানেলে। এটি পরিচালনা করেছেন আতিক জামান। চিত্রগ্রহণ করেছেন মিছিল সাহা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নির্মাতা রেদওয়ান রনি। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পপকর্ণলাইভ.টিভিতে ভালোবাসা দিবসের স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ