বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজিজুল হককে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে উচ্চ আদালত। গত রোববার হাইকোর্ট ডিভিশনের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিক এবং বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা ওই বরখাস্তের আদেশের ওপর এ স্থগিতাদেশ দেন। ভাইস চেয়ারম্যান আজিজুল হকের কাছ থেকে পাওয়া হাইকোর্টের এক পত্র থেকে তথ্য জানা যায়।
নাশকতার মামলায় পুলিশের অভিযোগ পত্রে নাম আসার পর পাকুন্দিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়েতে ইসলামীর সহ-সাধারণ সম্পাদক মো. আজিজুল হককে গত ২৬ জুলাই বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, পাকুন্দিয়া থানায় তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং-১৩, তারিখ-২৫/০১/২০১৫ এর অভিযোগপত্র গত বছরের ১৪/০৮/২০১৫ তারিখে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গৃহীত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের বিষয়ে হাইকোর্টে আবেদন করেন আজিজুল হক। গত রোববার শুনানী শেষে আদালত এ আদেশ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।