বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার দাউদকান্দি উপজেলা হাসনাবাদ ভিটিকান্দি গ্রামে আবুল কালাম হত্যা মামলার বাদীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। নিহত আবুল কালামের ভাই ও এ হত্যা মামলার বাদী মোঃ ইসমাইল হোসেন ইনকিলাবকে জানান আমার ভাইয়ের হত্যাকারী মির হোসেনের স্ত্রী, রিনা বেগম, কুমিল্লা আদালতে নারী নির্যাতন ও শিশু দমন আইনসহ ৫টি মামলা দায়ের করেছে। ইতিমধ্যে একটি মামলার এজহার দাউদকান্দি থানায় আসার পর পুলিশ তদন্ত করেছে। আসামীরা বাঁচার জন্য তাদের একটি ছোট ভাঙ্গা ঘরে আগুন লাগিয়ে দিলেও ঘরটি পুরেনি। এ ছাড়া আসামী মনির হোসেন, শাহজাহান, সেলিম মুন্সী, গংরা মোবাইলের মাধ্যমে আমাকে মামলা তুলে নেয়ার জন্য চাপ সৃষ্টি করছে এবং মামলা তুলে না নিলে মেরে ফেলার হুমকিও দিচ্ছে। এ ব্যপারে আমি দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। উল্লেখ্য গত ৩০ শে জুলাই দাউদকান্দি উপজেলার হাসনাবাদ ভিটিকান্দি গ্রামে ১০/১৫ জনের একটি সন্ত্রাসীর দল মৃত গিয়াস উদ্দিনের পুত্র আবুল কালামকে ঘর থেকে টেনে হেছড়ে উঠানে নিয়ে কুপিয়ে হত্যা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।