Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছিনতাইকারীর হাতে মেম্বার খুন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ এএম

মেয়ের জামাইকে গত বুধবার রাতে বিমানবন্দরে পৌছে দিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গতকাল নির্মমভাবে খুন হয়েছেন স্বপন মিয়া (৫০) নামের এক সাবেক মেম্বার।

নিহত স্বপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মমিনবাড়ি-কৃষ্ণনগর এলাকার আব্দুল অদুদের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের পাশে।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী ও পথচারী জানান, স্বপন মিয়া রক্তাক্ত অবস্থায় গলায় হাত দিয়ে কাঁচপুর ব্রিজের ওপর থেকে নিচের দিকে নেমে রাস্তার পাশে ঢলে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে ব্রিজের ওপরে গাড়িতে তাকে ছিনতাইকারীরা আঘাত করে ফেলে দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে সোনারগাঁও থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এসময় তিনি জানান, উপস্থিত কয়েকজন পথচারীর মাধ্যমে জানতে পেরেছি ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে দেয়ার পর তার মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেম্বার-খুন

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ