Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বয়সসীমা অতিক্রান্ত হওয়ায় ডিএসসিসি’র ১০ জন কর্মচ্যূত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪১ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০ কর্মীকে কর্মচ্যূত করা হয়ছে। এর মধ্যে সম্পত্তি বিভাগের স্কেলভূক্ত ৭ উচ্ছেদ কর্মী ও প্রকৌশল বিভাগের স্কেলভুক্ত ৩ সড়ক কর্মী রয়েছেন। বয়সসীমা অতিক্রান্ত হওয়ায় তাদেরকে কর্মচ্যূত করা হয়েছে বলে জানায় সিটি করপোরেশন। আজ বৃহস্পতিবার ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

কর্মচ্যূতরা হলেন- সম্পত্তি ভাগের উচ্ছেদ শ্রমিক মো. শামসুল হক, মো. নেছার উদ্দিন, জয়নাল, ধলু মিয়া, শেখ নুরুল আমিন, আব্দুল আলী, মো. মিলন মিয়া অঞ্চল-৫ এর প্রকৌশল বিভাগের সড়ক শ্রমিক মো. আব্দুল মজিদ, জামাল ও মো. জয়নাল আবেদিন।

অফিস আদেশে বলা হয়, কর্মচ্যূতদের মধ্যে অনেকের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ার পরও ৩-১০ বছর ধরে ডিএসসিসিতে চাকরি করেছেন। কর্মচ্যূতকৃত স্কেলভুক্ত মাস্টাররোল কর্মীগণ ১৩ই সেপ্টেম্বর থেকে আর কোনো বেতন-ভাতা/ আর্থিক সুবিধা প্রাপ্ত হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএসসিসি

২৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ