Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থানা হেফাজতে মৃত সন্তান প্রসব

কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ এএম

লক্ষ্মীপুরের কমলনগরে ধর্ষণের অভিযোগের মামলায় থানা হেফাজতে মৃত সন্তান প্রসব করেছে এক নারী (১৩)। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে মহিলা পুলিশের উপস্থিতিতে একটি মৃত ছেলে সন্তান প্রসব করে এ ভুক্তভোগী নারী। এরআগে গত বুধবার দুপুরে ভিকটিমের মা আলেয়া বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলা করে। পরে পুলিশ আবুল কালাম (৬০) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ থেকে ৮ মাস আগে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মো. ইসলামের মেয়ে নাসিমা আক্তারকে বিভিন্ন সময়ে ওই এলাকার আবুল কালামসহ এলাকার কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। এর কিছুদিন পর তার পরিবার নাসিমার গর্ভধারণের বিষয়ে নিশ্চিত হন। গত বুধবার তার পরিবার ঘটনাটি পুলিশকে জানালে একটি মামলা রেকর্ড করে ভুক্তভোগী নাসিমাকে থানা হেফাজতে রাখেন। ওই দিনই পুলিশ আবুল কালামকে তার বাড়ি হতে গ্রেফতার করে।

কমলনগর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছার জানান, মৃত বাচ্চাটির ডিএনএ টেষ্টের নমুনা সংগ্রহ করার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত-সন্তান-প্রসব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ