Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নসিমন চালক কোটিপতি

আ.লীগে যোগ দিয়ে

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ এএম

নাম রবিউল ইসলাম রবি পেশায় ছিলেন নসিমনচালক। বিএনপির সহযোগী সংগঠন যুবদল ছেড়ে ২০১২সালে আওয়মী লীগে যোগদান করে। এরপর ত্রাসের রাজত্ব কায়েম করে মাত্র ৮ বছরেই গাড়ি-বাড়ির মালিক হয়েছেন রবি। সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রয়াত এক আওয়ামী লীগ নেতার স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছে।
জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন রবিউল ইসলাম রবি। নসিমন (ভটভটি) চালিয়ে জীবনযাপন করতেন। ২০১২ সালে আওয়ামী লীগে যোগদান করে সুদে কারবারি, পুকুর দখল ও চাঁদাবাজি করে গাড়ি-বাড়ির মালিক হয়েছেন তিনি। সাবেক ইউপি চেয়ারম্যান আজাহার আলী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
এরপর গত ৬ সেপ্টেম্বর প্রয়াত আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী মন্ডলের স্ত্রী শিল্পী বেগমকে হত্যা করে। চৌগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাঈদ আবুল বাসার শিপলুকে খুনের উদ্দেশ্যে খুর দিয়ে রক্তাক্ত জখম করেছিলেন রবি। তিনি প্রাণে বেঁচে গেলেও তার শরীরে নিরানব্বইটি সেলাই দিতে হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান মিলন বলেন, গত বছরে রবিউল ইসলাম রবির নেতৃত্বে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে আমাকে হত্যার চেষ্টা করেছিল। উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওয়াদুদ দুদু বলেন,আমার একটি পুকুর প্রায় ৭ বছর জোবরদখল করে রেখেছিল এই রবি। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, প্রয়াত আওয়ামী লীগ নেতা ইদ্রিস মন্ডলের স্ত্রী হত্যার পর থেকেই পলাতক রয়েছে রবি। তবে তাকে আটক করতে পুলিশী অভিযান অব্যহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নসিমন-চালক

১১ সেপ্টেম্বর, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ