Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কেরানীগঞ্জে জয়লীগের নামে চাঁদাবাজি আটক-২

প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগের বিভিন্ন ভুইফোঁড় সংগঠনের নামে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে। পদবঞ্চিত নেতাকর্মীরা আওয়ামী লীগের নামে বেনামে সংগঠন গড়ে তুলছে। একটি চাঁদাবাজ গ্রæপ সজিব ওয়াজেদ জয়লীগ নামে ঢাকা জেলা কমিটি গঠন করে। এই নিয়ে আওয়ামী লীগ ও আইন-শৃঙ্খলাবাহিনীর নজরে আসে। গতকাল সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ পুলিশ অভিযান চালিয়ে সজিব ওয়াজেদ জয়লীগের যুগ্ম-আহŸায়ক আব্দুল বারেক ও আহŸায়ক মো. রনির ভাই খোরশেদ আলমকে আটক করে। পুলিশের অভিযান টের পেয়ে জয়লীগের আহŸায়ক মো. রনি পালিয়ে যায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির হোসেন বলেন, আওয়ামী লীগের নামে কেরানীগঞ্জে ভুইফোঁড় সংগঠন সজিব ওয়াজেদ জয়লীগ সংগঠন গড়ে তুলে মো. রনি। এই সংগঠনের নামে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠে। সংগঠনের আহŸায়ক রনি একটি চাঁদাবাজ গ্রæপ নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ চৌধুরী মার্কেটে অফিস চালু করে। তাদের লিফলেট দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইছেন বলে অভিযোগ করেছেন একাধিক ব্যবসায়ী। কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, আওয়ামী লীগের ভুইফোঁড় সংগঠনের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। জয়লীগের আহŸায়ক রনিকে ধরার জন্য তার বাসায় পুলিশ পাঠানো হয়েছে। কেউ যেন এরকম ভুইফোঁড় সংগঠন গঠন করে দলীয় ভাবমূর্তি নষ্ট করতে না পরে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেরানীগঞ্জে জয়লীগের নামে চাঁদাবাজি আটক-২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ